প্রধান শিক্ষকের বাণী

করুনা ময় চাকমা

প্রধান শিক্ষক

“সৃষ্টিকর্তাই মহান” প্রত্যেক মানুষের জ্ঞানার্জন শিক্ষা বা প্রক্রিয়াটির শুভ সূচনা ঘটে শিক্ষাঙ্গনে। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার সোপান হচ্ছে এই শিক্ষা। আত্মিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় সাধন হলেই শিক্ষা পূর্ণতা পায়। আর এই দুই শিক্ষার সফল বাস্তবায়নে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অঙ্গীকারবদ্ধ। মনুষ্যত্ব অর্জন ও মূল্যবোধ জাগরণে প্রকৃত শিক্ষা অর্জন ও জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রয়োজন সুসংসহত জ্ঞান, মানবিক মূল্যবোধ এবং সুপ্ত প্রতিভার সামঞ্জস্যপূর্ণ জাগরণ ও বিকাশ। তার জন্য প্রয়োজন বাস্তবমুখী এবং যুগোপযোগী শিক্ষা, প্রশিক্ষণ ও অনুশীলন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু। জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষাদান ও ফলাফলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছে। আগামী দিনেও অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের নিবিড় পরিচর্যায় শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের জীবন শিক্ষায় নিবেদিত। এই শিক্ষা সেবায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আমন্ত্রণ জানাচ্ছি। ঈশ্বর সবাইকে সুস্থ ও দীর্ঘায়ু দান করুন।