বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রগতিশীল সমাজের ভবিষ্যৎ নাগরিকরা হবে সুশিক্ষিত, আচরণে ও জীবনবোধে হবে সংযমী এবং জীবনযাপনে হবে সুশৃঙ্খল। এরই ধারাবাহিকতায় পুথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতিচর্চা, খেলাধুলা ছাড়াও আমরা নানাবিধ সহ-পাঠ্যক্রম কার্যাবলিকেও যথাযথ গুরুত্ব দিয়ে থাকি। ধারাবাহিক সাফল্যময় প্রতিষ্ঠান হিসেবে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় প্রতিষ্ঠান হিসেবে নন্দিত হয়ে আছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভর্তি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। কারণ সবার প্রত্যাশা আমার সন্তান ভালোমানের স্কুলে ভর্তি হোক এবং ভালো ফল বয়ে আনুক। আপনার সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিন, যেখানে নিবিড় পরিচর্যার মাধ্যমে আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত হবে। খুঁজে নিন সে প্রতিষ্ঠানটি, যে প্রতিষ্ঠান সত্যিকার অর্থে আপনার সন্তানের জন্য কল্যাণকামী। আমাদের লক্ষ্য, একজন শিক্ষার্থীকে মানবিক গুণাবলিসম্পন্ন শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সব শিক্ষার্থী ও অভিভাবককে আমন্ত্রণ জানাচ্ছি।